Poem

জাহাজ

3 years ago

0

বোঝাই জাহাজ চলছে ভেসে

      জীবন নদীর জলে , 

বসে আছি বুক বেঁধে যে

      ঐ নদীরই কূলে --


মাঝি তাহার শক্ত হলে

     ভীড়বে জাহাজ কূলে - 

নইলে শুধু অপেক্ষা আর

     ডুববে জাহাজ অথৈ জলে ।


মানুষ শুধু ভাবছে অনেক

    জীবন নদীর ধারে - 

ভাবছে কখন ভিড়বে জাহাজ -

    মাের সময়েতে পাড়ে । 


আশা যেন বৈতরণী

     বইছে অনিবার , 

ত্রাহি নাইকো মনুষ্যেরই

     সে যে দুর্নিবার ।


পলকা হাওয়ায় ডুববে তরী

    মাঝি নেই কো ঘাটে,

দুলছে তরী বইছে তুফান

    ঐ তীবন নদীর তটে । 


তবু চলতে হবে পথে

     হােক না সে বন্ধুর ,

পথের শেষে আলাের দিশা

      যদি মিলন অতি মধুর ।


জীবন নদীর সীমানা যে

    নেই কো কারোর জানা,

চলতে হবে পথ যে সুদূর

     চলছে যে তার হালটানা । 


ভব তারণ ঐ যে মাঝি

     ভবের সেই তাে সার , 

সময় কালে আসবে যে জন

     বুঝি না তার মহিমা অপার । 


চরৈবেতি - চরৈবেতি - এ জীবন

     থামলে বিপদ - শুধু সময় সম্পদ 

সময়েতে চললেই শুধু

      সময় বিচার করে ,

মিলবে সে পথ - একটু বাদে

      সবুর করাে ঐ কিনারে । 

মন মাঝি তুই বৈঠা নেরে

     অকূল পাথারে - 

কোন কূলে ভিড়বে তরী

     ভাবনা শুধু এই কিনারে ।


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(