Poem

পাপের ফল

3 years ago

0

  -----   পাপের ফল  -----

              তমাল দাস

              

অক্সিজেন পেতে-আজ হাহাকার,

নির্বিচারে কেটেছি সব গাছ-

পাপের ফল ভুগছি সারা দেশ,

ভেন্টিলেটর বেডগুলো সব শেষ।


কি হবে সব -জানি না দিনকাল,

টাকা দিয়ে সব যায় না কেনা,

নগর গড়তে ভুলেছি বেড়া,হায়-

মানুষ যেন-মৃত্যু উপত্যকায়।


এযেন আজ, প্রকৃতির প্রতিশোধ,

অদৃশ্যভাবে নেমেছে সংহারে,

মিলিয়ে নিচ্ছে- যত তার আছে আশা,

জানিনা কবে, মিটবে তার পিপাসা।


কেটো না কোনো-গহীন বন্য জঙ্গল,

পুড়িও না বন- অযোধ্যা বা আমাজন,

পৃথিবীর সব ফুসফুসগুলো জ্বালিয়ে -

আজ আমরা চিতার তুলছি স্বজন।


আমাদের পাপ- আমাদের ধুতে হবে,

ফিরিয়ে আনো-অরণ্য, বন্য জাতি।

তবেই হয়তো দূষণমুক্ত হবো,

বেঁচে থাকবে মানুষের প্রজাতি।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(