পাহাড়ি ঝার্না
পাহাড় থেকে ঝরি বলে আমার নাম ঝর্ণা
আমায় দেখবে বলে কত মানুষ এখানে দেয় ধর্ণা
সবাই বলে আহা তুমি কত সুন্দরী
মানুষ আমার জলে ভাষায় কাগজের তরী
আমার জলে করলে স্নান ব্যাধি থেকে হয় মুক্তি
আমার জল পান করে মানুষ পায়ে যে শক্তি
যখন সূর্য এসে আমার উপর পরে,
তখন মানুষের মনে নানান রং ধরে
সবাই যখন আমায় নিয়ে কবিতা করে সৃষ্টি
আমার তো বেশ ভালোই লাগে, আমি কত মিষ্টি
আমার জলে শিশুরা করে থাকে কত খেলা
আমার বুকের উপর মাঝি চোর থাকে ভেলা
পূর্ণিমার চাঁদের আলো পরে যখন জলে তে
আমার রূপে মাতাল হয়ে ওঠে সকলে তে
অমাবস্যা রাতে যখন ঝিঝি পোকা ডাকে
মনের মধ্যে শুধুই আমার হারা কার জাগে
ঝর্ণা হয়ে শুরু আমার, নদী হয়ে চলি
সমুদ্রে গিয়ে পড়ি আমি সেই কথাটাই বলি
শেখানেই মিশে গিয়ে হবো আমি ভয়ঙ্করী
মানুষ তখন বলে আমায়, তুমি বড় অহংকারী
Comments & Reviews (0)
No comments yet :(