Poem

আজব দেশ

2 years ago

0

মজার দেশের মজার কথা

শুনব কত আর-

পণ্ডিতেরা মূর্খ এখন

কুস্তিগী দাপট জোরদার।

শিক্ষাদীক্ষা উঠছে ডকে 

তোলবাজের দয়ায়-

দিকে দিকে দিচ্ছে যে ডাক 

চাকুরীতে ছুটে ছুটে আয । 

লটারিতে চলছে নিয়ােগ 

লক্ষ লক্ষ বিনিময়ে , 

নেই গুনমান , নেই সম্মান 

শুধু দাদাগিরি সবিনয়ে ।

ভদ্রলোকের পােশাক পরা 

পেটেপেটে শয়তানি , 

লটারিতে উঠল নেশা 

শুধু মরছে যত মানী ।। 


আজব  দেশের আজব কথা

বলব কত আর- 

মন্ত্রী করে কেলেঙ্কারী

আশ্রয় হলাে সংশােধনাগার । 

গাড়ি - ঘােড়া যানবাহনের 

অভাব নেই কো আর ,

মর্জি মাফিক চালাই গাড়ি

রিফিউ জালের সামান্য ফাইন তার । 

অপকর্ম যতই কর

বকশিস আছে তার , 

মানি নাকো আইন - কানুন

আমি একা শেঠদার । 

ওজন ওয়ালা কুড়ুল কাঁধে 

চলছে শেয়াল ভায়া ।

সবাই দেখে হাঁ হয়ে যে 

আমরা সবাই আজ বেহায়া ।


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(