বন্ধু আমার বিদেশিনী
দূর দেশেতে বাড়ি,
বন্ধুর সাথে তাই আমার
হয় না কখনও আড়ি ।
আচার-ব্যবহার , পোশাক-আশাক
সবকিছুতে আছে তফাৎ,
তবুও কোথাও বিনিসুতোয়
বাঁধা পড়েছে মন ;
বন্ধুর কথা তাই বুঝি আজ
ভাবছি সারাক্ষন।
বন্ধু আমার সৃজনী-শিক্ষক
সমাজসেবাও করে ,
আমায় ও উন্নত করেছে
মাইক্রোবিটে প্রশিক্ষিত করে ।
বন্ধু আমার সভ্যতাতে
এগিয়ে গেছে অনেক ,
মস্ত-বাড়ি , বড়-গাড়ি
সবকিছু আছে ওর ;
তবুও বন্ধু আমায় দিয়েছে
হৃদয়ে স্থান ওর ।
বন্ধু আমায় পৃথক শ্রেণিতে
রাখে না মোটেই কখনও —
ওর মনের সাথে তাই আমার
যোগাযোগ এখনও।
বন্ধুকে আমি আমার দেশে
জানিয়েছি আমন্ত্রণ ,
জানি না বন্ধু পারবে কিনা
রাখতে সে নিমন্ত্রণ ।
যদি বা দেখা নাইবা হলো
কিইবা এসে যায় ,
ভালো থাকুক আমার বন্ধু
মন আমার তাই চায় ।
... অমৃতা দত্ত
কবিতাটি ‘আমার কবিতা ‘ বই এ প্রকাশিত
Comments & Reviews (0)
No comments yet :(