Poem

আমার চাওয়া

3 years ago

0

 চাই না কখনো শ্রীরাধিকা হতে 

 বিরহ সইতে পারবো না 

 চাই না কখনো সীতা হতে আমি 

 অপবাদ নিতে পারবো না ।

 বিষ্ণুপ্রিয়া চাই না গো হতে 

 পারব না দিতে অনুমতি 

 চাই না গো আমি সুখকে বিলোতে 

 নিজ জীবনের করে ইতি ।

আনারকলির চাইনা জীবন 

চাই হতে আমি নুরজাহান 

আমার কথাতে সেলিম চলবে 

আমি হব সম্রাটের জান ।

হতে চাই আমি আঁতোয়ানিয়েত 

ইসা বেলা বা ইভা ব্রাউন 

রুপের নেশায় পাগল করব 

ধরবে সবার গায়ে আগুন ।

জাহানারা আমি চাই না গো হতে 

চাই হতে আমি রোশেনারা 

ধূপের মতন চাই না পুড়তে 

চাই হতে আমি মাতোয়ারা ।

কেউ তো জানে না কার কটা দিন 

বরাদ্দ আছে দুনিয়াতে 

এসেছি কি আমি এই ধরাধামে 

নিঃশেষ হয়ে বিলিয়ে দিতে?

দোজাক জানি না বেহেস্ত চিনি না 

এই ধরণীকে চিনি ভালো 

বেহেস্ত দোজাক সবিই এখানে 

এইখানে সব কালো ধলো ।

পর্দা ওপারে কে আছে নেই 

তা নিয়ে নেই মাথাব্যথা 

জনসমক্ষে আমিই যখন 

আমিই হলাম শেষ কথা ।

আদর্শ নিয়ে আমি যদি মরি 

আমার তত্ত্‌ব শুনবে কে ?

নিজের বাঁচার মুল্যটা যদি 

আমি না বুঝি তো বুঝবে কে ?

সীতা পাঞ্চালি দময়ন্তীর 

ভাগ্য আমি তো চাই না কভু 

ছাড়তে পারব হয়তো তখনই 

যদি কিছু ভোগ হয় তবু  ।

পিস্টক স্বাদ চাটু জানালো না 

সারাটা জীবন খেটেই গেল 

দ্বারকার রায় হলো শ্রীকৃষ্ণ 

শ্রী রাধিকা শুধু কেঁদেই ম'ল 

যদিও স্বর্গ , তবু তার দাসী 

কিছুতেই হতে চাইব না 

নরকের তবু সম্রাট হব 

মাথা কারো কাছে নোয়াবো না ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(