Poem

স্বপ্ন

2 years ago

0

কথা ছিল, করোনাটা চলে গেলে ,

ভোলা আর সবজির ঠেলা গাড়িটা নিয়ে

ভোরে ভোরে সকলের দোরে দোরে ঘুরবে না —

হ্যাঁ হ্যাঁ ,—ছেঁড়া কাঁথায় শুয়েই ও 

ভালো ভাবে বাঁচার স্বপ্নটা দেখেছিল ।

বেশ তো চলছিল কলেজের পড়াশুনা ! 

মাঝখান থেকে লকডাউনে ,

ওর বাবার চাকরিটা গেল চলে । 

অভাবের সংসারে অন্ন বাড়ন্ত ,

তাই স্বপ্নটা মনের গোপন কুঠিরে পড়েছে আজ বাঁধা । 

খিদের জ্বালাতে স্বপ্নের রংও কালো ; 

আঁধারেতে ভবিষ্যত আজ ঝাপসা ।

কে জানে ! করোনাটা যাবে কবে?

তবুও আশা বুকের কোথাও উঁকি মারে , 

যেমন করে মেঘলা-আকাশে হটাৎ করে অরুণোদয় হয় ; 

করোনাটা হয়তো যাবে একদিন , 

ফিরবে পুরানো সেদিন ! 

সেদিন হয়তো তাকে সবজি বেচতে হবে না —

লকডাউনও আর থাকবে না —

স্বপ্নটা হয়তো আবার দেখবে সে , 

আঁধার কেটে ফুটবে নব-আলো। 

.... অমৃতা দত্ত

কবিতাটি ‘আমার কবিতা’ বই এ প্রকাশিত


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(