Poem

বিয়োগ ব্যাথা

2 years ago

0

প্রকৃতি সুন্দর হয় ফুল ফল জলে

ডালে ডালে ফুল ফোটে - 

কত অলিকুল জোটে 

কত ব্যাথা জাগে মনে

হারালে যে প্রাণ ধনে।

এ যে লীলা প্রকৃতির -

প্রাণে লাগে শুষ্ক  বিটপীর , 

বিয়োগ ব্যখায় ব্যথী অচলা এ ধরণীর । 


বিহঙ্গ মেলিছে পাখা 

ধরণীর কোলে - 

মুক্ত বিহঙ্গম কভু নাহি ভােলে

পবন দিগন্তে নাড়ে দক্ষিণ বাতায়নে

ভাবে শুধু দিনগুলি আসে ক্ষণে ক্ষণে

বিদায় বেলায় জাগে -

শুধু তারে ভিক্ষা মাগে

মিলনের পরে আসে বিদায়ের ক্ষণ 

থাকে  নাকো চিরদিন মিলন মধুর এ জীবন ।


হারানো  মানিক সে যে- 

জীবন - যৌবন ভাবি অনুক্ষণ - 

যৌবনের রং মাখা সােনালী সেদিন , 

বার্ধক্যের ঝরাপাতা ধূসর মলিন , 

বিদায় বসন্ত আসে ফাল্গুনের পরে , 

চৈত্র পবন মাতায় ভুবন এ ধরণীরে ,

লীলাময়ী তব লীলা চলে জীবনেতে , 

আমরা সকলে মাতি মধুর বসন্তে । 


খরতাপে  দগ্ধ হবে এ ধরনীর তল , 

বসন্ত চলিয়া গেলে জীবন বিফল । 

জীবন যৌবন সবই ডালি দিনু তারে ,

প্রান ভরি পিয়ে সুধা যৌবন নীরে

মরি হায় চলে যায়-

বসন্তের দিন- 

উদাসী হাওয়ায় দোলে - 

রঙ্গিল যে বসন্ত দিন

সকলই তো আসে যায় , 

এ ক্রুদ্র জীবন ভরে।


সুধাধারে আপনারে রাখি সংগােপনে 

মিলন বসন্ত জগে বিদায়ের ক্ষণে -

শুষ্ক পত্র ঝরি পড়ে -

কিশলয় পূর্ণ করে ধরণীরে - 

বাসনা কামনা সকলই ফুরায় , 

ভাবি শুধু গেল বুঝি দায় । 

ফুল দল , মধুপ গুঞ্জন ব্যখা দেয় 

বিদায় বসন্তের মিলন দিনে ।


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(