কে বলেছে সব বসন্তে কোকিল ডাকে —
রক্তে রাঙা লাল পলাশ ফোটে !
কিছু বসন্ত অপেক্ষার প্রহর গোনে ,
দখিনা বাতাস বয়ে আনে বিষণ্ণতা ।
গোধূলি বিকালে ষাটোর্দ্ধ-জীবন
হিসাবের খাতা মেলাতে বসে ।
স্মৃতিরা আঁচড় কাটে ...
সেদিনও বসন্ত এসেছিল ,
চোখে ছিল স্বপ্ন , বুকে ছিল আশা ;
রক্তে রাঙা লাল পলাশ
তুমি আমার খোঁপায় গুঁজে —
একসাথে চলার প্রতিশ্রুতি দিয়েছিলে ... ।
জীবন সায়াহ্নে হিসেবী মন ভাবায় ...
কী দিয়েছি এ সংসারে কিইবা পেলাম !
দিয়েছি একতরফা শ্রম,জীবন-যৌবন ,
ক্ষয় হয়েছে শুধু আমার ;
ক্ষতরাও একান্ত আমার ... ব্যক্তিগত ।
... অমৃতা
কবিতাটি ‘আমার কবিতা ‘ বই এ প্রকাশিত
Comments & Reviews (0)
No comments yet :(