জন্মের পরে ভেবেছিলাম ...
মন থাকবে ঈশ্বর প্রদত্ত
অন্তরের খাঁচায় বন্দি ।
মন বলল , ... ' ওরে চলবে না এসব —
খাটবে না কোনো ফন্দি ।
—আমি চলে যাব আকাশে-পাতালে ,
কিংবা নদীতে-পাহাড়ে ,দূরে আরও দূরে ।’
আমি বললাম , ' মনরে তুই লক্ষ্মীছাড়া— ঈশ্বরের দেওয়া অন্তরে —
তুই দিস না কেন ধরা ?’
মন বলল , আমি নই এ তোরই
অতৃপ্ত ইচ্ছা-আকাঙ্খা-ভাবনা ,
যা আমাকে করেছে ঘরছাড়া ।
আমি বললাম , বা ,রে ... করছিস তুই —
দোষ দিচ্ছিস আমাকে ?
দিব্যি ছিলাম , আমায় নিয়ে
খোশ মেজাজে বেশ ।
হটাৎ করে দমকা হাওয়া
করলো এসে আমায় ধাওয়া ।
বলেছিলাম মন বারে বারে ,
শক্ত করে খিড়কি দিয়ে
খিলটা দিয়ে দিস ।
খামখেয়ালী তুই , নজর কোথায় দিস ?
খিড়কি খোলা দেখে আমি
যেইনা দিলাম উঁকি ,
হায়রে হায় তক্ষুনি তুই
দিলি আমায় ফাঁকি ।
...অমৃতা
Comments & Reviews (0)
No comments yet :(