মুখোশ বিক্রেতাটা বসেছে গলিতে ,
ভিড় করে বাচ্চারা আছে ।
নানা রঙের মুখোশ দেখছি
ওর কাছেতেই আছে ।
কোনোটা পশুর , কোনোটা রাক্ষসের ,
কোনোটা বা আবার দেবী-দেবতার
মায়ার মোড়কে মোড়া ।
ছোটবেলাতেই মুখোশ জিনিসটা
বাচ্চাদের কাছে টানে ।
বড় হলে তো ... মুখোশ পরতে সে ,
আপনা থেকেই জানে ।
মুখোশের আড়ালে সবাই সভ্য ,
পোশাকী আর বেজায় ভদ্র ।
সবাই সুখী , মুখে হাসি ,
সবাই বন্ধু , পরম প্রিয় ;
নানা মুখোশে নানা মানুষ
কেউবা আসল কেউবা নকল
চিনতে লাগে বেজায় ধকল ।
কিছু মানুষ তো এমনও হয়
যারা মুখোশ পরতে চায় না ।
নিজেস্বতাটা তাদের বড়ই প্রিয় ,
মেকি সাজতে তারা তো চায় না ।
তুমি হয়তো ভাবছো ...
এরা ,পদে পদে জীবনে
অনেকবারই ঠকবে ;
ঠাকার ভয়ে সবাই কি আর ,
অন্যায়টা মুখ বুজে দেখবে ?
এমন মানুষই তো যুগে যুগে
অন্যায়ের প্রতিবাদ করেছে ;
ইতিহাসের পাতায় হয়তো ,
নাম নেই এদের —
নতুন পৃথিবী এরা গড়েছে ।
... অমৃতা দত্ত
Comments & Reviews (0)
No comments yet :(