শিশুরা ঠিক কী করবে !
বাবা-মা ,অফিস-কর্মচারী
নিজেদেরকে নিয়ে ব্যস্ত ;
অফিস-ফেরত মা ক্লান্ত-পরিশ্রান্ত ,
কথা বলতে গেলে জোটে বকুনি ।
শিশুরা ঠিক কী করবে !
বাবার আবার বাড়ি থেকে অনলাইনে অফিস
ডেডলাইন-প্রমোশন-ক্লায়েন্টের চাপ !
ও ঘরে তো ঢোকাই বারণ —প্রবেশ নিষিদ্ধ !
করোনা-কালে গৃহবন্দি ,
নেই স্কুলের বন্ধুদের আড্ডা , খেলার মাঠ ,
শিশুরা ঠিক কী করবে !
সারাদিন অনলাইনে ক্লাস ,
বন্ধুদের মুখও ভালো করে দেখা যায় না ।
নেই অফ পিরিয়ড , নেই আড্ডা , নেই টিফিনের বিরতি ;
আছে চোখ জ্বালা , অসম্ভব ক্লান্তি , পড়ার চাপ ।
অবসর সময়ে বাবা-মা …!
তারা তো নিজেদের নিয়েই ব্যস্ত ,
মায়ের আছে ফেসবুক-ফ্রেন্ড , অনলাইন-শপিং
বাবার আবার হোয়াটসঅ্যাপে আড্ডা ।
শিশুরা ঠিক কী করবে !
শিশুরা এখন দুঃখী-গোমড়ামুখো-আনমনা ;
অবসাদের দুনিয়ায় একাকী ।
... অমৃতা
Comments & Reviews (0)
No comments yet :(