Poem

করোনা ঘেরা জীবন

3 years ago

0

আমার পৃথিবীটা ছোট হচ্ছে ধীরে ধীরে ।

দেশ থেকে রাজ্যে , রাজ্য থেকে পাড়ায় , 

পাড়া থেকে শেষে , আমি আজ গৃহবন্দি ।

না না ,অপরাধ আমি করিনি কোনো ,

এসেছে এক মারণ ভাইরাস 'নভেল করোনা '—

দ্রুত করছে সংক্রমণ —

তাকে কিছুতে করা যাচ্ছে না দমন ।

লুডো,আড্ডা,সিনেমা-দেখা ,

বাড়িতে অনেক কিছুই করলাম । 

হটস্টার আর নেটফ্লিক্সের ,

মেম্বারশিপও নিলাম ।

ফেসবুক আর হোয়াটসঅ্যাপে 

বন্ধুদের দিই নাড়া ,

যদি বা কেউ অনলাইনে থাকে ,

দেয় আমার ডাকে সাড়া ।

ছোট বেলায় পাখি পোষার 

শখ ছিল আমার মনে ,

বন্দি থাকার কী জ্বালা 

আজ বুঝছি মনে মনে ।

ভাইরাস মুক্ত ভোরের আশায় 

আমি আছি মনে মনে ।

বাঁচার আশাই সাহস যোগাবে 

লড়বো সবাই মিলে ।

... অমৃতা 

কবিতাটি ‘আমার কবিতা’ বই এ প্রকাশিত





Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(