Poem

আশা

3 years ago

0

কুহকীনি আশা নিতেছে
সবারে ক্ষণি কাল সিদ্ধ পানে ,
চিন্তার নাইকো বিরাম , অশেষ
দুর্গতি জেনে , ছুটিছে মনুষ্যকুল
পিপাসার্ত হয়ে ,

মরীচিকা মরুদেশে ,
নাশিবে জীবন তবু - নাইকো
বিরাম নেই উন্মাদিনী আশা ,
ক্ষীনবল তবু ছুটে তৃষা
শিক্ষারার তরে , বারে বারে
নিঠুর আঘাত হানে ক্ষুদ্র প্রাণে ,
ত্রাসে জ্বর জ্বর , ক্লেশ তবু
করিছে অজস্র জীর্ণ দেহ ,
লাল চর্ম, শক্তি ক্ষীণ পারে না
চলিতে,, তবু এক দত্ত নাইকো।
বিরাম ,তার ক্ষুদ্র আশা তরে।

বুদ্ধিভ্রংশ হয় , তবু ভাবি
যদি হয় , অদৃষ্টের লিখন -
জানি না কখন হবে,
সফল এ আশা -
নাকি মুহূর্তের ভুলে সকলই
বিফল হবে , জীবনে আমার
ক্ষুদ্র , আশা , ক্ষুদ্র প্রাণ ।
লয়ে বাঁচি অক্ষয় আশার ।

চিরকাল আশা বৈতরণী
চলিছে বহিয়া , নীরব প্রকৃতি
তার , চঞ্চল করে যে মনপ্রাণ
ধেয়ে চলে আপণ প্রকাশে ,
একদিন বিকশিত হবে ,
কুড়ি হতে ফুল , পরিপূর্ণ হবে
ফুলে - ফলে , সেই যে ,
গভীর আকাঙক্ষা বাঁধে বাসা
সকল হৃদয়ে , ছুটে যায়
কোন দিন পূর্ণ হবে , আশার
মুকুল ।

একদিন চলে যাব সকলেই ,
চেষ্টা রক্ত বিন্দু বিয়ে করে যাব-
যতদিন দেহে আছে প্রাণ - বুদ্ধি
শক্তি সকলই নশ্চর ।

ওহে দয়াময় জুড়াও এ প্রাণ
যদি তব করুণায় ,
মুক্তি পাবে ক্ষুদ্র প্রাণ
বাঁচি যে আশায় ।
মিনতি চরণে তােমার ,
চিরদিন ঠাঁই দাও চরণে তােমার
এই শেষ আশা অভাগার ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(