Poem

অচলায়তন

3 years ago

0

মহাবিশ্বের মহাকালের শােভিছে 

যে জ্যোতির্ময় প্রখর প্রভায়,

পাহাড় জঙ্গম যত দাঁড়ায়ে রয়েছে 

অতন্ত্র প্রহরী ন্যায় ।

নীরব নিথর যেন গভীর অচলায়তনে 

রক্ষক নিয়ন্ত্রক যেন এ মহাভুবনে,

সিন্ধু , গরজিছে যেন শত ফনা তুলি 

ফেনিল সুনীল যেন সহস্র আননে ।

আমরা রয়েছি যেন এই মহাকোলে 

পরম আশ্রয় যেন মাতৃক্রোড়ে ,

মাতার মতন যেন রক্ষে জন্মভূমি

ছাড়ি কোথা যাব মােরা এই সুখ নীড়ে । 


অনাদি অনন্তকাল ধরি চলে 

এই বিশ্বময় খেলা ,

ঝড়ঝঞ্জা সকলই তো এই

মহাবিশ্বে চলে সারাবেলা ।

শৈশবের খেলাঘর , বার্ধক্যের বারাণসী 

পূন্য তরে ফিরি মােরা গয়া - কাশি ,

যখন যেখায় ভ্রমি সকলই তাে তাঁর 

আজ যা চঞ্চল করে কাল তা বাসি । 

অচল অনড় সৃষ্টি সকলই স্রষ্টার

থাকি - তার কোলে মােরা অনির্বার , 

তিনিই রক্ষক আর তিনিই সেবক 

সর্ব নিয়ন্তা তিনি ভাগ্য দুর্নিবার ।


সমাজ সংসারে মােয়া থাকি 

নিয়মকানুন গড়ি যেন মহাসুখে , 

সংস্কারের জগদ্বল পাষাণ যত

আছে মোদের ক্ষুদ্র বুকে । 

প্ৰকৃতি চলিছে সদা আপন নিয়মে 

বিরাম নাইকো তার কোনাে মতে,

মনুষ্য সৃষ্ট বিধি মহা মনীষীর

স্হির নেই কালে কালে ভিন্ন এ সৃষ্টিতে । 

অচল পয়সা হয় সময়ের গুনে 

নব রূপে আবির্ভাব হয ক্ষণে ক্ষণে , 

সেইমতো সভ্যতার আছে বিবর্তন 

রুপে রঙে বদলায় সে মনে মনে।


বিশ্বায়নে বিশ্ব মাঝে চলে

নানা খেলা অবিরাম , 

পশ্চিম জানালা দিয়ে আসে 

পরিবর্তন জোয়ার যেন নয়নাভিরাম । 

ভারত - সংস্কৃতি আজ যেতেছে জোয়ারে ভাসিয়া 

কে রক্ষিবে  তারে - শক্তি আছে কার ? 

একাকার হবে সবই মহাযজ্ঞে

সৃষ্টির বিধান যাহা পরিণতি সবাকার ।

সূর্য - চন্দ্র , গ্রহ তারা চিরন্তন 

মহাবিশ্ব অচলায়তন - সকলই অলিত্য। 

জন্ম - মৃত্যু জীবন নদীর তীরে

নির্মম খেলা তরে রয়েছে নিত্য।


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(