বন্ধুর সংখ্যা কমছে আমার
ভিড়েতে হচ্ছি একা ,
যবে থেকে সত্যিকথা
বলতে আমার শেখা ।
আগে আমি মিথ্যে বলতাম
এমনটা ঠিক নয় ,
সত্যি বললে হারাতে হয়
এটাই শেখানো হয় ।
আজও আমি সত্যি বলি
নিজের মতেই চলি ,
শূন্যতাতেও আছে পূর্ণতা
স্বাধিকারে আমি বাঁচি ।
মনটা এখন পরিণত আমার
যুক্তিতে মাথা ঠাসা ,
ঘুড়িকে দেখে ও আর ভাবে না
উড়ছে তো বেশ খাসা ।
তার থেকে ভাই প্রজাপতি হয়ে
ইচ্ছে-ডানায় উড়ি,
শক্ত-মনে জীবন-সমস্যার
একাই সমাধান করি ।
কোনো কিছুই তো চিরস্হায়ী নয় ,
ক্ষয় হতে ভয় কেন ?
জীবন হলে তো মরণও হবে
আটকাবে কার সাধ্য ?
.... অমৃতা দত্ত
কবিতাটি ‘আমার কবিতা’ বই এ প্রকাশিত
Comments & Reviews (0)
No comments yet :(