Poem

আমার মা

3 years ago

0

জানি না কিসের টানে 

প্রতি জন্মে বারে বারে ,

আসতে চাই তোমার কোলে , আমার মা ।

যদি তুমি হও মেঘ 

আমি হবো মা তোমার মেঘবালিকা ;

যদি তুমি হও সবুজ ঘাস 

আমি হবো শিশিরবিন্দু —

ঝরে পড়বো তোমারই কোলে আমার মা ।

যদি তুমি হও নদী 

আমি হবো ছোট ডিঙি নৌকা 

তোমারই সাথে বয়ে যাব জীবন নদী ।

যদি তুমি হও উঁচু পাহাড় 

আমি হবো ঝর্না ,

খেলা করবো তোমারই সাথে আমার মা । 

তোমার মমতার আঁচলে 

আমার শৈশব হয়েছে সুরক্ষিত ;

তোমার বন্ধুত্বের স্পর্শে

আমি যৌবনে পেয়েছি 

এক নির্ভরযোগ্য সাথী ।

যখন জীবনে এসেছে অজানা ঝড় 

তুমি জুগিয়েছ মা ভরসা ; 

মনে দিয়েছ সাহস 

আর , বেঁচে থাকার আশা ।

কত না রজনীতে চোখের পাতা না ফেলে 

আমায় দিয়েছ এক পরিচয় ।

দাঁড় করিয়েছ আমায় নিজের পায়ে ,

বুঝতে দাওনি আমায় কঠোর বাস্তব ।

ভগবান আছে জানি —

সবাই বলে চোখে নাকি দেখা যায় না ; 

আমি বলি চেষ্টা করো ,

দেখবে তোমার মা-ই ঈশ্বরের এক রূপ ;

এক বিশাল বটবৃক্ষের মতো 

উনিই তোমার জীবনকে করেছেন সুরক্ষিত । 

... অমৃতা দত্ত



Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(