মেঘের পরে মেঘ ভেসে যায়
বাদ্যি বাজায়, কাব্যি শোনায়।
প্রেমের মধু, কিংবা শুধু
কান্না ভেজা তরণী বায় ।
কখনো মেঘ কালো সাজে -
বুকের মাঝে দামামা বাজে
দৌড়ে এসে লুকিয়ে পরে,
প্রানভ্রোমরা শান্তি পায়।
পেঁজা তুলোর শরৎ মেঘে,
খুশীর নৌকা নীল সাগরে
মিলনমেলার রঙ ছড়িয়ে
মন ছুটে যায় অজানায়।।
Comments & Reviews (0)
No comments yet :(