ঘড়িতে বেজেছে বারোটা
অনলাইন ক্লাস শুরু ,
ধীরে ধীরে গুগল মিটে
ছাত্রীদের যোগদান শুরু ।
কেউবা দিচ্ছে একটু সাড়া
কেউবা রয়েছে নিশ্চুপ ,
অনলাইন থেকে অফলাইনে
কেউবা ঘুর ঘুর করছে ,
কেউবা আবার বন্ধুদের
খোঁজার চেষ্টা করছে ।
ফাঁকিবাজ ছাত্রীরা বেজায় খুশি
পড়তে কম হচ্ছে ,
সিরিয়াস ছাত্রীরা এরই মধ্যে
ঠিক পড়া বুঝে নিচ্ছে ।
কারো বা আবার অনলাইন ক্লাস
মোটেই ভালো লাগে না —
গল্প করার কোনো সুযোগ
এক্ষেত্রে যে মেলে না ।
অনলাইন পরীক্ষা ?
টেনশন কোথায় হয় !
বরং বেশ মজা এতে যে হয় ,
দূরে বসে বাবা-মা নানা ইনস্ট্রাকশন দেয় ,
পাশ নম্বর তো সবাই এতে পায় ।
...অমৃতা দত্ত
Comments & Reviews (0)
No comments yet :(