হয়তো শেষের আগে-
দেখা হবে।
এক টুকরো জীবনের কার্পেটে,
হয়তো হাসিমাখা চাঁদের আলো
চোখের জল হয়ে ভেজাবে শুকনো চলার পথ।
কিংবা সূর্যমুখী হাসি চেপে
চলে যাবে নাগালের বাইরে।
বাকি জীবনটা মেতে থাকবে,
এক্কাদোক্কা খেলায়।
তবু প্রতীক্ষা আছে, অর্থ আছে ।
নৌকা টানার। এগিয়ে চলার।
Comments & Reviews (0)
No comments yet :(