ছেড়ে যাক দূরপাল্লার ট্রেন; চারটে গলি পরের স্টেশন পাক শত যোজনের দূরত্ব।
মানচিত্রে নতুন কোনো মাত্ৰা? নাকি অষ্টাদশীর আনকোরা লাস্য!
রহস্যময় শহরতলির আনাচে কানাচে সন্ধ্যের অনুরণন।
ইতস্তত পায়চারিতে খুঁজে বেড়ানো অদ্ভূত স্বস্তির উৎস!
গা মুড়ে যাক ধূলোর রাংতায়.......
পা'য় পা'য় কথা, সবটাই অস্পষ্ট, অসম্পূর্ন, এলোমেলো।
শ্রোতা কে বা কা'রা, কি যায় আসে?
চেনা-অচেনা ছায়াদের উঁকিঝুকি জানান দেয় অস্তিত্বের সংকট নেই।
সময়ের উৎরাই বেয়ে গন্তব্যের শীর্ষবিন্দু?
সে না'হয় আরেকদিন।
শেষ রাতের খোলাচিঠিতে নিছকই বলে যাওয়া; সাথে ফ্রয়েডীয় বার্তাও থাকলো না'হয় দু' চারটে।
যুবতীর হৃৎস্পন্দনে মিশুক বেটোফেনের নাইন্থ সিম্ফনি।
অর্ণব
Comments & Reviews (0)
No comments yet :(