Poem

বুদ্ধি

2 years ago

0

রুপের গৌরব আর ফুলের সৌরভ
কারোর থাকে না চিরদিন ,
নেশায় মাতাল পতঙ্গ পুড়ে নিত্য অঙ্গ
তবু উন্নত সে যে ধায় নিশিদিন ।


অর্বাচীন নর মরে শুধু কামনার জ্বরে
বোধ বুদ্ধি লোপ পায় পিপাসায়,
হায়রে অবােধ মন ভাব না রে অনুক্ষণ ।
বুদ্ধি নাশ শুধু অনীহায়।


ব্যর্থ প্রেম, ব্যর্থ আশা শুধুই বাধে যে বাসা
একি হল দায়,
পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবোধ হায়
বুদ্ধিভ্রংশে অকালেতে প্রাণ যায় ।

বোধ বুদ্ধি নিয়ে চল কেবলই গােবিন্দ বল
হায় হায় কর নাগো তুমি
বুদ্ধি বলে জয়ী হবে আকাঙক্ষা অন্তরে রবে
প্রেরণা দেবেন শুধু অন্তর্যামী ।

চারিদিকে শুধু কল তােমায় করে বিকল
ভাবনা অতীত শুধু গেঁড়াকল ,
অধম মানব জাতি নিত্য যেতেছে মাতি -
নেশায় ছুটিছে যেন শিশুদল ।

বুদ্ধিনাশ হলে দেখো মাকে না সম্বিৎ
জ্বলে পড়ে থাকে ছাই,
ফিরিবার সাধ্য নাই গােলকধাঁধাঁ রে ভাই
নিত্য চল বুদ্ধি নিয়ে তাই ।

সূর্য, চন্দ্র, গ্রহ তারা সদাই ভ্রমিছে তারা
ক্ক্ষছাড়া হয় নাকো কভু,
তুমিও সাধনা কর শুধুই তাঁহারে স্মর
অর্বাচীনে রক্ষা কর প্রভু ।

নিত্যসত্য যাহা কিছু কভু সে হটে না পিছু
নদীস্রোত চলে অনিবার ,
বিষয় বাসনা যত বুদ্ধিভ্রংশ করে কত
কর্মেতে ভাব বার বার ।

অলস অবােধ যারা কিছুই পায় না তারা
কর্মবীরে হও তুমি আজ ,
জীবন-যৌবন যাবে কখনও প্রমাদ হবে
কোন কর্মে করো নাকো লাজ ।

আত্মশক্তি ইচ্ছাশক্তি থাকে যদি গুরুভক্তি
বুদ্ধিনাশ হবে না কখনও,
সময় স্রোতের ধারা হয় যে পাগল পারা
বুদ্ধি বলে শক্ত হয় সদা ধর তুমি নাও ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(