Poem

দোল পূর্ণিমা

2 years ago

0

আসিল রঙের হােলি এ পূণ্য বাসরে

রঙে রঙে ছয়লাপ যেন শুধু

ছাপ ছাপ   - কে দিল রাঙায়ে

মোরে রঙিন বসনে  --

               ভূষণের নয় মেলা   - যেন

শুধু রঙ খেলা দে বসন মোর

ললিত রাগে   --

        ললিত রসে  রঙ্গ রসে

খেলতেন হােলি প্রভু ব্রজগােপী

 সনে - প্রভুর লীলা আজি

হেরি নাকো কভু -তবু

ভাসিছে মরণে নিত্য –

 এ অমর খেলা ।

          নিশীথের পূর্ণচন্দ্র

 উদ্ভাসিল গান মন্ডলে -

          হাসি রাশি মিলাইছে -

ভ্রুকুটি নয়নে    --অভিসার চলে

রাধা আনত নয়ণে  -

           নয়নে নয়ন  রাখি –

হাতে পিচকারী – খেলিছেন

 হােলি প্রভু যেন অভিসারে ।

অভিসারিকা  রাধিকা সনে  -

 নব রাগে মােহিত যেন নব রঙ্গরসে

মহিমা যে তব প্রভু এ সুন্দর ভুবনে

আপনারই মাঝে আপনি বিহুল ।

চঞ্চল প্রজাপতি হেরি যেন গুলবাগে

রং - বে রঙের পাখা ছড়ায়ে চৌদিকে

আনন্দ বিহ্বল যেন নবরঙ্গে

 নব নব রসধারা প্রবাহিত  চঞ্চল

 ,,,,,,জুড়ি উন্মন যেন সে গো

নব প্রাণের উল্লাসে   -

ফাগুনের রঙে রাঙা

উতলা প্রকৃতি – সাজিছে

কী নবারুণ রাগে।

          গুঞ্জরিছে অলিকুল -এ

মধুর বসন্তে – কুহুতানে মুখরিত

এ ধরণী তল ,

         বিষাদ মলিন মুখ

আজিকে চঞ্চল –কার পরশন

 পেয়ে উতলা হৃদয় ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(