Poem

কী হলো

2 years ago

0

হঠাৎ দেশে উঠল আওয়াজ

      আমরা সবাই  রাজা -

মনে মনে সবাই মোরা

          পাচ্ছি  বড়ই মজা ,

 কী হলাে রে কােথয় গেল

সেই যে মােদের দাদা

 দাদা - ভাই –এর চলছে দেখি

বড্ড রেষা রেষি     -

 চারদিকে তাকিয়ে দেখি

চলছে শুধুই কষা কষি ।

 তবে কিসের রাজা   - কে সে

রাজা   -  দিনের শেষে দেখি

 যখন কেউ নইকো মোরা  -

 শুধু নেপোয় মারে দই   -

আমরা শুধু ছোড়া এখন

ভাগ্যে মোদের নেই -

 হা - রে - রে চীৎকার আর

আমরা সবাই মই   -

 সিঁড়ির ধাপের নীচের তলায়

রহনু  পড়ে দুই - ই

 অকারণে কাটাকাটি , হানা - হানি

করে   -  কাটানুদিন সারাটি ক্ষণ সেই ।

রক্তক্ষয়ের লড়াই মােদের

শুধুই দেশের তরে ,

সারাটি দিন খেটে তবু

অামরা আছি মরে  -

আমরা সবাই রাজা আমাদের

 এই রাজার রাজত্বে   --

দাসত্ব- গোলমিতে চলছে

যেদিন - স্বাদ নাই কো চিত্তে ।

 গণতন্ত্রের ধুয়ো দিয়ে

মোদের ঘাড়ে চড়ে    --

সবাই যে গে করছে খেলা

অবাধ স্বাধীনতার ভয়ে   -

 মানি ও গেল মান ও গেল

এবার চোষ আমড়া-

 খেলা শেষে ফিরে দেখি

আমরা সবাই দাবড়া |

 রাম - রহিমের চলছে খেলা

 সারা দেশময়    --

রক্তারক্তি হয়ে সবাই -

দেখি এ আমাদের নয় ,

সাধন ভজন করি নাকো

শুধুই দেশে'র সেবা-

 সমাজ সেবায় নামাবলী আছে

শুধু  বৈরাগ্যেরই পাগলা ভবা ।।

মাথায় ঘিলু নেইকো মোদের

একবার ও ভাবার  -

কে যে, আপন  কে যে মোদের

একবারেই পর – এই নিয়ে

মাের বিশ্ব আপন   –   ঘর

মশাল জ্বেলে দ্যাখ দেখি তুই   --

আছে কী তাের ঘর ,

ঘর নেই কো দোর নেই কো

শুধুই নাঙ্গা ফকির ,


সময়ে তুই বুঝলি নারে

 ওদের ফন্দী  ফিকির।

 জ্ঞানের মশাল জ্বালিয়ে

 এবার – তাকাও পিছন পানে ,

কেউ নেই কো - তুমিই আছাে

তাকিয়ে পিছন পানে    - 

সময় থাকিতে সাধু হও সাবধান ।

বুঝিবে কঠিন সত্য- কত ব্যবধান ।

 ভব সংসার হাটে তুমিই ফকির ,

সময় চলিয়া গেলে   -- ভাসে অশ্রনীর ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(